ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger

পদ্মা সেতু প্রকল্প এলাকায় পর্যটন সুবিধাদি স্থাপনে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৪, ২২ জুন ২০২২

পদ্মা সেতু প্রকল্প এলাকায় পর্যটন সুবিধাদি স্থাপনে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার পরামর্শ

ছবি: সংগৃহীত।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পদ্মা সেতু প্রকল্পের আওতাধীন সার্ভিস এরিয়ায় পর্যটন সুবিধাদি স্থাপনে বাংলাদেশ পর্যটন কপোরেশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। 

কমিটির  সভাপতি  র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ  সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া  হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী,  ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী ফিরোজ রশীদ, তানভীর  ইমাম, আশেক উল্লাহ রফিক,  সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন। 

কমিটি দেশব্যাপী পর্যটন শিল্পের বিকাশে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করার পরামর্শ প্রদান করে।

সভায় চিংড়ি হ্যাচারীতে দূষিত পানি প্রবেশ রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

সভায় মন্ত্রণালয়ের বাজেট প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

ডিএম/এমএইচ

dwl
×
Nagad