
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফাইল ফটো
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনার সরকার কখনো ষড়যন্ত্র করে না। বরং নির্বাচন ঘনিয়ে আসায় দেশে বিদেশে নানাভাবে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে এটা মনে রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অপশক্তিকে পরোয়া করেন না।
রোববার (১১ জুন) সকালে ধামরাইয়ের বৈন্যা নবজাগরণী সংঘ খেলার মাঠ প্রাঙ্গণে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের শক্তিকে কাজে লাগিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। আওয়ামী লীগ জনগণের শক্তিকে বিশ্বাস করে বলেই মানুষ সরকারের ধারাবাহিকতায় রক্ষায় মুখিয়ে আছে নৌকা মার্কায় ভোট দিতে।
টিডিএম/এসএনই