ছবি : মেসেঞ্জার
ভবনগুলো সংস্কার করে সহনশীল করে তুলতে হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
শনিবার (২ মার্চ) রাজধানীর মিরপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বিষয়ে আয়োজিত মহড়ায় এসব কথা বলেন তিনি।
রাজধানীর ভবনগুলো অগ্নিদুর্ঘটনা থেকে নিরাপদ হচ্ছে না জানিয়ে বলেছেন, আমরা সচেতন নই। তাই ভবনগুলো অগ্নিকাণ্ডের জন্য নিরাপদ হচ্ছে না। শুধু তাই নয়, আমাদের ওপর এমন চাপ আসে, যা বলা যায় না। জনসম্মুখে বলার মতো না। আমার এই পদমর্যাদা থাকার পরও এটা আমার জন্য কঠিন হয়ে যায়।
মেসেঞ্জার/ফামিমা