ছবি : সংগৃহীত
ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষে ৬ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। স্বাভাবিক রয়েছে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
জানা যায়, গত ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মধ্যে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম ৬ দিন বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি শুরু হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীর পারাপার স্বাভাবিক রয়েছে।
মেসেঞ্জার/ফামিমা