ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

দ্বিপক্ষীয় সফরে ফের দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:২৪, ১৪ জুন ২০২৪

দ্বিপক্ষীয় সফরে ফের দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঈদের পরপরই ফের ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করা হচ্ছে, সফরটি তিন দিনের হতে পারে। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল কূটনৈতিক মহলে।

শুক্রবার (১৪ জুন) সকালে গণমাধ্যমকে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের একাধিক সূত্র।

সবশেষ তথ্য অনুযায়ী, ২০ জুন প্রধানমন্ত্রী ঢাকা থেকে নয়াদিল্লি যাবেন এবং ২২ জুন তার ঢাকায় ফেরার দিনক্ষণ ঠিক রেখে, কার্যসূচি তৈরি করছে পিএমও এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলো।

জানা গেছে, ২১ এবং ২২ জুন নয়াদিল্লিতে রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন শেখ হাসিনা। সহজাতভাবেই বাংলাদেশ-ভারত উভয় দেশের সরকার প্রধানদের ঢাকা-দিল্লি সফরে আলোচ্যসূচিতে থাকে একগুচ্ছ ইস্যু। এবারও দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি দেশটির রাজনৈতিক নেতৃত্ব, নতুন সরকারের কিছু মন্ত্রী এবং ব্যবসায়ী সম্প্রদায় আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাইতে পারেন বলে ধারণা নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তার।

মেসেঞ্জার/ফামিমা