ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বিক্রি হচ্ছে কোরবানির মাংস, কেজি ৬০০

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:৩৮, ১৭ জুন ২০২৪

আপডেট: ১৯:৪৩, ১৭ জুন ২০২৪

বিক্রি হচ্ছে কোরবানির মাংস, কেজি ৬০০

ছবি: সংগৃহীত

পশু কোরবানির মধ্যদিয়ে দেশজুড়ে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে কোরবানি দেওয়া গরুর মাংস, মাথা, পা ইত্যাদি সংগ্রহ করে বিক্রি করেন মাংস ব্যবসায়ীরা। মূলত আর্থিকভাবে অসচ্ছল ক্রেতাদের জন্যই তাদের এ আয়োজন। সংগ্রহ করা এসব মাংস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যে।

সোমবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বিভিন্ন দোকানে মাংসের পাশাপাশি মিলছে মাথা, পা, ভুঁড়ি ইত্যাদি। যারা আর্থিকভাবে অসচ্ছল কিন্তু কোরবানির মাংস খেতে চান, তারা এসে ভিড় জমাচ্ছেন আশেপাশে।

জানা গেছে, মোটামুটি কম দামে তাজা কোরবানির মাংস কিনতে পারেন ক্রেতারা। এসব মাংস বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যেই। ৪টা পা একত্রে বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। ফ্যাপসা বা এ জাতীয় জিনিস বিক্রি হচ্ছে ৪০০ টাকার মধ্যেই।

দোকানের পাশাপাশি অনেকে পলিথিনে ভরে মাংস নিয়ে বিক্রি করে। তবে সেসব মাংসের দাম হাঁকানো হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। 

মেসেঞ্জার/দিশা