ঢাকা,  বৃহস্পতিবার
১৯ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক নীতির সম্মান করতে হবে: ব্লিঙ্কেন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১১:১৫, ৭ আগস্ট ২০২৪

অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক নীতির সম্মান করতে হবে: ব্লিঙ্কেন

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তই নিক না কেন তাদের গণতান্ত্রিক নীতিকে সম্মান করতে হবে, আইনের শাসনকে সমুন্নত রাখতে হবে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যানাপলিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এ কথা বলেন।

তিনি বলেছেন, বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে এই কথা বললেন যার মাত্র কয়েক ঘণ্টা আগে . মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত সোমবার মাসব্যাপী তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ দেশত্যাগের পর নেতৃত্ব শূন্য হওয়ায় . ইউনূসকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad