ঢাকা,  মঙ্গলবার
১০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৬:২৭, ১২ আগস্ট ২০২৪

আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর

ছবিঃ সংগৃহীত

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এমন নির্দেশনা দেওয়া হয়। রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্পর্শকাতর মামলাগুলো পিবিআই আগে থেকেই ছায়া তদন্ত করে থাকে। এখন আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পিবিআই করবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন আবু সাঈদ। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ঘটনার একদিন পর অজ্ঞাতনামা ২-৩ হাজার জনকে আসামি করা তাজহাট থানায় একটি মামলা করে পুলিশ। মামলার ২৭ দিন পর সুষ্ঠু তদন্তের জন্য পিবিআইতে স্থানান্তর করা হলো।

মেসেঞ্জার/অঞ্জন