ঢাকা,  বৃহস্পতিবার
১২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

দূষিত নগরীর অপবাদ থেকে মুক্ত হবে ঢাকা: পরিবেশ উপদেষ্টা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৫:৪৮, ৫ নভেম্বর ২০২৪

দূষিত নগরীর অপবাদ থেকে মুক্ত হবে ঢাকা: পরিবেশ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

দূষিত নগরীর অপবাদ থেকে মুক্ত হবে ঢাকা বলে জানিয়েছেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার ( নভেম্বর) পরিবেশ অধিদপ্তরে জাতীয় বায়ু মান ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বায়ু দূষণের উৎস নিয়ন্ত্রণ, বায়ুমান মনিটরিং ব্যবস্থা উন্নত করা এবং আইন প্রয়োগের প্রক্রিয়া শক্তিশালী করতে সরকার জাতীয় বায়ু মান ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এটি কঠোর নিয়ম বাস্তবায়ন এবং শিল্প, পরিবহন নগরায়ণে পরিচ্ছন্ন প্রযুক্তির প্রসারে একটি পথনকশা হিসেবে কাজ করবে।

উপদেষ্টা বলেন, এই কর্মপরিকল্পনা বাংলাদেশের টেকসই পরিবেশগত লক্ষ্য অর্জনের বৃহত্তর কৌশলের একটি অংশ, যা গ্রামীণ শহুরে অঞ্চলের উদ্বেগজনক দূষণ হ্রাসে সহায়ক হবে। পরিচ্ছন্ন বায়ুর অগ্রাধিকার নিশ্চিত করে সরকার পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

তিনি আরও বলেন, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, সিভিল সোসাইটি বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে যেন এই কর্মপরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হয়।

মেসেঞ্জার/ফামিমা