ঢাকা,  শুক্রবার
১৬ মে ২০২৫

The Daily Messenger

মাহে রমজান ২০২৩-এর সেহরি ও ইফতারের সময়সূচি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫, ২৩ মার্চ ২০২৩

আপডেট: ১৯:৪০, ২৩ মার্চ ২০২৩

মাহে রমজান ২০২৩-এর সেহরি ও ইফতারের সময়সূচি

ছবি : সংগৃহীত

দেশের আকাশে কোথাও বুধবার (২২ মার্চ) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (২৩ মার্চ) শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ হবে। সে অনুযায়ী শুক্রবার (২৪ মার্চ) থেকে রোজা শুরু হবে। 

এক্ষেত্রে ২৩শে মার্চ দিবাগত রাতে বাংলাদেশের মুসলমানগণ সেহরি খেয়ে রোজা পালন শুরু করেন। বরকতময় সিয়াম সাধনার মাস মাহে রমজানের রোজার সেহরি ও ইফতারের সময়সূচি নিচে প্রকাশ করা হলো-

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশ করা সেহেরি ও ইফতারের সময়সূচী। ছবি : ইসলামিক ফাউন্ডেশন ওয়েবসাইট। 

সকল জেলার অধিবাসীগনই ঢাকা জেলার সময়ের সাথে তাদের জেলার উল্লেখিত সময় সামঞ্জস্য করে এই সূচী অনুসরণ করতে পারবেন।

২৪ মার্চ পবিত্র মাহে রমজানের প্রথমদিন ঢাকায় সেহেরির শেষ সময় ভোর ৪টা ৩৮ মিনিট এবং ইফতারের সময় ৬টা ১৪ মিনিটে। এরপর প্রতি রোজায় সেহেরির সময় ১ মিনিট করে কমবে।

এ নিয়মে ইসলামিক ফাউন্ডেশন সাহরীর শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহি সাদিকের ৩ মিনিট পূর্বে ধরা হয়েছে আর ইফতারের সময় সতর্কতামূলকভাবে সূর্যাস্তের ৩ মিনিট পর ধরা হয়েছে।  
 

টিডিএম/আরএইচ