ঢাকা,  শুক্রবার
১১ জুলাই ২০২৫

The Daily Messenger

বানিয়াচংয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৪জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫২, ২৩ জুন ২০২২

বানিয়াচংয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৪জন গ্রেফতার

হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার কুমড়ি গ্রামের কুমড়ী মৃত ধন মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (৪০), মোঃ আব্দুর রহমান মিয়ার ছেলে মোঃ তোতা মিয়া (৪৫), কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কদমচাল গ্রামের মৃত ছিরু মিয়ার ছেলে মোঃ আবুল কাশেম (৫০), মৃত হিরা মিয়ার ছেলে মোঃ আজমান মিয়া (৪০)।

বুধবার দুপুরে আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে বানিয়াচং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই হুমায়ুন কবিরসহ একদল পুলিশ উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি বাজারে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ওই চারজন গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা হয়েছে।

ডিএম/এমএইচ