ঢাকা,  শুক্রবার
২৯ মার্চ ২০২৪

The Daily Messenger

শিরোনাম:

* রাজধানীতে পারিবারিক কলহের জেরে রিকশাচালকের আত্মহত্যা * সর্বকালের সর্বোচ্চ দামে বিশ্ববাজারে রেকর্ড গড়লো স্বর্ণ * একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন * আইসিসির এলিট প্যানেলে সৈকত * জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী * আরও কমলো দেশের রিজার্ভ * মাধ্যমিকে কমেছে ১০ লাখ শিক্ষার্থী * খালেদা জিয়া কিছুটা ভালো, এখন বাসাতেই থাকবেন : মেডিকেল বোর্ড * ঈদযাত্রায় ট্রেনের পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু * গাজায় নিহত আরও ৭৬, প্রাণহানি বেড়ে প্রায় ৩২৫০০ * বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র : মিলার * নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের মুখে রায়পুর মহাসড়ক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ২৮ মে ২০২৩

আপডেট: ১৭:১৪, ২৮ মে ২০২৩

অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের মুখে রায়পুর মহাসড়ক

ছবি : টিডিএম

পানি উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়াই রায়পুর উপজেলা প্রশাসন মহাসড়কের পাশে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহা উৎসব চলছে। উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের সিংহের পুল নামক স্থানে স্মার্ট ভিলেজের স্মার্ট শিশুপার্কে অবৈধভাবে বালু উত্তোলন করে ভরাট কার্যক্রম চলছে।

বিগত এক সপ্তাহ যাবৎ লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন সিংহের পুল খাল থেকে অবৈধভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাস ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা রাসেল ইকবালের নেতৃত্বে সকাল থেকে রাত পর্যন্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) মনজুর এলাহী জানান, মহাসড়কের পাশের খাল থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি মাত্রই জেনেছি। কোনভাবেই মহাসড়কের পাশে খাল থেকে বালু উত্তোলনের সুযোগ নেই। এব্যাপারে উপজেলা প্রশাসন পাউবোর কাছ থেকে কোন অনুমতি নেয়নি। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হচ্ছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, আমাদের জায়গা দখল করে আমাদের হুমকি-ধামকি দিচ্ছে এমন কি আমাদের পুকুর থেকেও অবৈধভাবে বালু উত্তোলন করছে। পুকুরে আমাদের প্রায় ১ লাখ টাকার মাছ ছিলো। মাছ ধরারও সময়টুকু আমাদের দেওয়া হয়নি। এতে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।

এই বিষয় জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যেয়ে তাঁকে অফিসে পাওয়া যায়নি। পরবর্তীতে ১১ টার পরে কার্যালয়ে যেয়ে দেখা যায় তিনি আইনশৃঙ্খলা মিটিংয়ে অংশগ্রহন করেন। এরপর বিকেল ফোনে তাঁর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি।

টিডিএম/এএম

dwl
×
Nagad