ঢাকা,  শনিবার
২০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

শিরোনাম:

* মালয়েশিয়ায় বাংলাদেশি পাচার : শ্রমিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের * শ্যালক রুবেলকে প্রার্থিতা প্রত্যাহার করতে বললেন পলক * শনিবার ২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় * পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি * ইরানে ইসরায়েলের হামলার খবরে বাড়ল তেল ও স্বর্ণের দাম * আইনজীবীসহ ৩ জামায়াত নেতা আটক * ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল * রাজশাহীতে ট্রাকচাপায় দুই বাইকের ৩ যুবক নিহত * তাপপ্রবাহ নিয়ে ৩ দিনের সতর্ক বার্তা আবহাওয়া অধিদপ্তরের * আশুলিয়ায় ফার্নিচার গোডাউনে বিস্ফোরণ, দগ্ধ ৩ * ঢাকাসহ ৬ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস * যুক্তরাষ্ট্রের ভেটোতে জাতিসংঘে আটকে গেল ফিলিস্তিনের সদস্যপদ * টেকনাফ সীমান্ত দিয়ে ১৩ মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির অনুপ্রবেশ * ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু আজ * কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করা উচিত : শেখ হাসিনা * ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল

টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ‘ধর্ষণ’: গ্রেপ্তার আরও ২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৩, ৫ আগস্ট ২০২২

টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ‘ধর্ষণ’: গ্রেপ্তার আরও ২

টাঙ্গাইলে যাত্রীবেশে বাসে ডাকাতি ও নারীকে দলবেঁধে ধর্ষণের মামলায় আরও দুইজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হলো। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার শুক্রবার দুপুরে তার সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সরকার মোহাম্মদ কায়সার বলেন, এর আগে গ্রেপ্তার রাজা মিয়ার দেওয়া তথ্যে আগের রাতে অভিযান চালিয়ে কালিয়াকৈর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাহেজ উদ্দিনের ছেলে নূরুন্নবী (২৬) ও গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শুকুর আলীর ছেলে আব্দুল আউয়াল (৩০)।

মঙ্গলবার রাতে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসে উঠে ডাকাত দল যাত্রীদের মারধর ও তাদের সাথে থাকা জিনিসপত্র লুট করে। পরে বাসে থাকা এক নারীকে ধর্ষণ করে তারা। এ তাণ্ডব চলে বুধবার ভোর পর্যন্ত। এ ঘটনায় বাসের যাত্রী হেকমত আলী বাদী হয়ে বুধবার রাতে টাঙ্গাইলের মধুপুর থানায় মামলা করেন।

অন্তঃজেলা ডাকাত দলের ১০ থেকে ১২ সদস্য টানা তিন ঘণ্টা বাসের নিয়ন্ত্রণ নিয়ে এমন ঘটনা ঘটায় বলে মামলায় অভিযোগ করা হয়। এর আগে বৃহস্পতিবার অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলা শহর থেকে রাজা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ছিনতাই করা তিনটি মোবাইলও এ সময় উদ্ধার করা হয়। বিকালে তাকে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ।

 

ডিএম/ইএইচএম

dwl
×
Nagad