ঢাকা,  শনিবার
১০ মে ২০২৫

The Daily Messenger

কালীগঞ্জের হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়কে পাইলটিং স্মার্ট স্কুল ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৬, ৩ জুন ২০২৩

কালীগঞ্জের হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়কে পাইলটিং স্মার্ট স্কুল ঘোষণা

ছবি : টিডিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়কে পাইলটিং স্মাট স্কুল ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩ জুন) সকালে হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক তাপস সরকারের সঞ্চালনায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও বারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবার রহমান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়কে পাইলটিং স্মার্ট স্কুল ঘোষনা করেন। এ সময় তিনি ওই বিদ্যালয়ের ই-সেবা কেন্দ্র উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা শিক্ষা কর্মকর্তা মণিরুল ইসলাম আলমগীর, সহকারি শিক্ষা কর্মকর্তা মোজাফফর হোসেন পলাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক ও শ্রমিকলীগ সভাপতি গোলাম রসূল, বারবাজার ইউপি চেয়ারম্যান ও বারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আহাদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ইমদাদুল ইসলাম ইনতা প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং অবিভাবকগন উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন, এই বিদ্যালয়ে বিশ্বমানের পাঠদানের ক্ষেত্রে একটি শিক্ষা বান্ধব স্মার্ট শ্রেণি কক্ষ করা হয়েছে, যেখানে একটি প্রটেকটর একটি ৫৫“ ইঞ্চি স্মাট টিভি স্মার্ট এডুকেশন ওয়াল, স্মার্ট এডুকেশন থিম, মাধ্যমিক শিক্ষার লক্ষ দলনেতাদের নাম সম্বলিত পোষ্টার, দলীয় চেতনা ফ্রেম করে শ্রেণি কক্ষের দেয়ালে টাঙানো হয়েছে।

এসব প্রকল্প গ্রহনের পর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা গ্রহনের ক্ষেত্রে অধিক প্রেষনার সৃষ্টি হয়েছে। তারা নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করেছে ও, নিয়মিত ইংরেজি কথা বলার ক্ষমতা অজন করতে সক্ষম হয়েছে, আইসিটি ব্যবহার করার ক্ষমতা অজন করছে, বিজ্ঞান মনষ্ক মনোভাব সৃষ্টি হচ্ছে শিখনের এই ধরনের সকল বিষয়ের কার্যক্রম অব্যহত থাকার কারনে হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয় আজ পাইলটিং স্মার্ট স্কুল অর্জনে সক্ষম হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আনার বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই তিনি এ দেশে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন। যার সুফল আজও জাতি ভোগ করছে।

স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে এ দেশে প্রথম বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি যুগোপযোগী শিক্ষানীতি বাঙালিদের উপহার দেন। সে শিক্ষানীতি অনুযায়ী, আজ গ্রামবাংলার স্কুলগুলোয়ও শিক্ষার্থীরা ল্যাপটপ পাচ্ছে, মাল্টিমিডিয়া পাচ্ছে। এরই ধারা বাহিকতায় আজ আমার ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয় আজ পাইলটিং স্মার্ট স্কুলে পরিনত হয়েছে। এজন্য তিনি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, এলাকার সূধী মহল, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

টিডিএম/আরস