ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

নেত্রকোনায় নৌকার মনোনোয়ন প্রত্যাশী আব্দুল মতিনের গণসংযোগ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩০, ৮ জুন ২০২৩

নেত্রকোনায় নৌকার মনোনোয়ন প্রত্যাশী আব্দুল মতিনের গণসংযোগ

ছবি : টিডিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা- (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামী লীগের একজন শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক এডভোকেট মো. আব্দুল মতিন।

এক সময়ের তুখোড় এই ছাত্রনেতা অষ্টম জাতীয় সংসদ নির্বাচন থেকে আসনের আটপাড়া কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। সুখে-দুঃখে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তবে সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয় অত্যন্ত স্বচ্ছ এবং ক্লিন ইমেজের নেতা এডভোকেট আব্দুল মতিনের ভাগ্যে অদ্যাবধিও জুটেনি মনোনয়ন।

তবুও হাল ছেড়ে দেওয়ার পাত্র নন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার তিনি মাঠে নেমেছেন অনেকটাই ব্যতিক্রম ভাবে। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গত এক মাস যাবত তিনি চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। নির্বাচনী এলাকার তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন শেখ হাসিনা সরকারের নানারকম উন্নয়ন কাজের চিত্র। বিতরণ করছেন লিফলেট। করছেন পথসভা মতবিনিময়।

এর আগে গত মে এডভোকেট আব্দুল মতিন তার কেন্দুয়া পৌরশহরের নিজস্ব বাসভবন আয়েশালয়ে স্থানীয় ৫২টি মসজিদের ইমাম মোয়াজ্জিনদের সাথে এক মতবিনিময় সভা করে তাদের কাছে দোয়া চেয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার কাজ শুরু করেন।

এরইমধ্যে এডভোকেট আব্দুল মতিন তার কর্মী-সমর্থকরা কেন্দুয়া পৌরসভা এবং উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে কান্দিউড়া, চিরাং, আশুজিয়া, রোয়াইল বাড়ি আমতলা বলাইশিমুল ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে গিয়ে শেখ হাসিনার উন্নয়ন কাজের প্রচারণা চালানোসহ গণসংযোগ করেছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( জুন) বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত এডভোকেট আব্দুল মতিন কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজারে প্রচারণা চালান। সময় স্থানীয় নেতাকর্মী সাধারণ মানুষের সাথে মতবিনিময়ের মাধ্যমে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

সময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া জামান, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আফজাল হোসেন মুকুলসহ আওয়ামী লীগ সহযোগী অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টিডিএম/এএ