ঢাকা,  শনিবার
০৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

খাগড়াছড়িতে ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৭, ২৬ জুলাই ২০২৩

আপডেট: ১১:৫০, ২৬ জুলাই ২০২৩

খাগড়াছড়িতে ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ছবি: টিডিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ব্যাক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালের দিকে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতেরা হলেন প্রীতিময় চাকমা ও আলোপন চাকমা।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের দিকেস্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে। নিহতরা আঞ্চলিক রাজনৈতিক দলের সদস্য বলে ধারণা পুলিশের। তবে কি কারণে হত্যাকান্ড ঘটেছে তা এখনো জানা যায়নি।

মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরা ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের দিকেস্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দিয়েছি।  

টিডিএম/ এসডি

×
Nagad