ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

The Daily Messenger

কার্গো জাহাজসহ ৬ হাজার টন কয়লা জব্দ, আটক ৬

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৫, ২৪ সেপ্টেম্বর ২০২৩

কার্গো জাহাজসহ ৬ হাজার টন কয়লা জব্দ, আটক ৬

ছবি : মেসেঞ্জার

পিরোজপুরের কচা নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজসহ হাজার টন কয়লা জব্দ করেছে জেলা ডিবি পুলিশ। এসময় ক্রয় বিক্রয়ের সাথে জড়িত কালোবাজারিকে আটক করা হয়।

আটককৃতরা হলো মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার, আব্দুর রশিদ, মোহাম্মদ সোহেল ফকির, মোহাম্মদ শাহাদত হোসেন, মোহাম্মদ বেল্লাল গাজী, দবির উদ্দিন। জব্দকৃত কয়লার বাজার মূল্য কোটি ষাট লাখ টাকা প্রায়।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এসব তথ্য জানান।

এসময় তিনি বলেন, কক্সবাজারের কুতুবদিয়া এলাকার মাদার ভেসেল হতে এম.ভি. বাই. কুইন নামের কার্গো জাহাজটি কয়লা লোড করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে শনিবার রাত ১টায় কয়লা পাচারের উদ্দেশ্যে পিরোজপুরের কচা নদীতে নোঙর করে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নোঙর করা কার্গো জাহাজ, কালোবাজারিতে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রাকবডি বাল্কহেড পাচারে ব্যাবহৃত সরঞ্জাম জব্দ করে। এসময় ক্রয় বিক্রয়ের সাথে জড়িত কালোবাজারিকে আটক করে।

মেসেঞ্জার/শুভ/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700