ছবি : মেসেঞ্জার
সিলেটের বিয়ানীবাজারে সপ্তম বারের মত মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর সকালে মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।
মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির ব্যবস্থাপনায় প্রথমদিন সকালে ইংরেজি ও বিকেলে বাংলা বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় প্রাথমিকের নব্বইটি বিদ্যালয়ের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বিকেলে কেন্দ্র পরিদর্শন করেন বৃত্তি পরীক্ষার পৃষ্টপোষক বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ইফতেখার চৌধুরী এবং তার বড় ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন চৌধুরী এবং অনন্য অতিথি।
পরীক্ষা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির পক্ষ থেকে পৃষ্টপোষক ও আমন্ত্রিত অতিথিদের সংগঠনের উত্তরীয় পৃষ্টপোষক বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ইফতেখার চৌধুরী, পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন চৌধুরীর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির নিয়ন্ত্রক শামিম আহমদ সহ সোসাইটির কার্যকরী কমিটি, সাধারণ পরিষদের সদস্য, এলাকা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রীর অভিভাবকবৃনন্দ।
মেসেঞ্জার/নার্গিস