ছবি : মেসেঞ্জার
নোয়াখালীর সুবর্ণচরে পুকুর থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কালু সওদাগর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আফরোজা খাতুন (৭০) চর জব্বর ইউনিয়নের উত্তর বাগ্যা গ্রামের নবিয়ল হকের স্ত্রী।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে স্থানীয়রা পুকুরে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তার পরনে সোয়েটার ও পায়ে মোজা ছিল।
তিনি আরো বলেন, ওই বৃদ্ধার ছেলে মাইন উদ্দিন তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন। মাঝেমাঝে বাড়ি থেকে বের যান। পাঁচদিন আগে বাড়ী থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরে আজ সকালে তার মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
মেসেঞ্জার/মাহবুবুর/আপেল