ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

বরিশালে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৯:৪০, ২৪ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১০:০২, ২৪ ডিসেম্বর ২০২৩

বরিশালে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি : সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের মুন্ডপাশা এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস ও ইট বহনকারী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৮) ও হেলপার রুবেল হাওলাদার (২০) ঘটনা স্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। রোববার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুন্ডপাশায় এ ঘটনা ঘটে।

ট্রলিচালক সোহরাব বামরাইল ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে এবং রুবেল একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।

জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৫৬৩৩) ঢাকার উদ্দেশে ১০ জন যাত্রী নিয়ে রওনা দিয়ে উজিরপুরের মুন্ডপাশায় পৌঁছালে অপরদিক থেকে আসা ইট বহনকারী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এসময় ট্রলিটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে সড়কে ছিটকে পড়ে। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। সড়কের পাশে বড় বড় গাছে গিয়ে আটকায় বাস।

সাকুরা পরিবহনের সুপারভাইজার ও হেলপারসহ আহত ১০ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/দিশা