ঢাকা,  শুক্রবার
১৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১০:১৬, ৩ জানুয়ারি ২০২৪

আপডেট: ১০:১৭, ৩ জানুয়ারি ২০২৪

সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে এ রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ৪টি ফেরি।

জানা গেছে, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সাড়ে ৮ ঘণ্টা পর সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৭টি ফেরি চলাচল করছে।

মেসেঞ্জার/দিশা