ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

রংপুরে ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্ত্রী নিহত

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৬:২৩, ৭ ফেব্রুয়ারি ২০২৪

রংপুরে ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্ত্রী নিহত

ছবি : মেসেঞ্জার

রংপুরের মিঠাপুকুরে ডাকাতির সময়ে ধস্তাধস্তিতে ডাকাতদের ছুড়িকাঘাতে নিহত হয়েছেন মোরশেদা বেগম বিউটি নামের এক কলেজ লাইব্রেরি সহায়ক।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে ঘটনাস্থলে উপস্থিত মিঠাপুকুর থানার ওসি নজরুল ইসলাম জানান, মঙ্গলবার ( ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে মিজানুর রহমানের বাড়ির দরজা ভেঙ্গে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করে।

সময় তাদের বাধা দেয় মিজানুর রহমানের স্ত্রী মোরশেদা বেগম বিউটি। এতেই শুরু ধস্তাধস্তি। এসময় ডাকাতরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত বিউটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিউটি স্থানীয় ছড়ান ডিগ্রী কলেজের লাইব্রেরিয়ান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী মিজানুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ আলিম মাদ্রাসার মাওলানা শিক্ষক।

ঘটরস্থল দিনাজপুর এবং রংপুরের সীমান্তবর্তী হওয়ায় সকাল থেকে ওই বাড়িতে বিপুল পরিমাণ মানুষ ভিড় করেছেন। ওই দম্পতির একজন মেয়ে এবং একজন পুত্র সন্তান রয়েছেন।

মেসেঞ্জার/মাজহারুল/আপেল