ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২৪

তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার জামাত।শুক্রবার দুপুর ১টা ৩৪ মিনিটে খুতবা শুরু হয় এবং শেষ হয় ১টা ৪৬ মিনিটে। পরে জুমার নামাজ পড়ান মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী।

জানা গেছে, শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফজরের নামাজের পর উর্দু ভাষায় বয়ান করেন মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী। তা বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা মনির বিন ইউসুফ।

জুমার পরে বয়ান করবেন শেখ মোফলে (আরবি), তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ্ মনসুর, আসরের পর বয়ান করবেন মাওলানা মোশাররফ, মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ, তাৎক্ষণিক ভাবে তা বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।

মেসেঞ্জার/দিশা