ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২৪

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস

ছবি : মেসেঞ্জার

আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮  ডিগ্রি সেলসিয়াস ।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সকাল ৯টায় শ্রীমঙ্গলে  সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রা কমার সাথে সাথে শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোতে বেশি শীত অনুভূত হচ্ছে। এদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যাংকগুলো কম্বল ও শীতবস্ত্র বিতরন করেছে।

সরকারিভাবেও শ্রীমঙ্গলে কম্বল বিতরন করা হয়েছে। চা-বাগান গুলোতেও কম্বল বিতরন করা হয়েছে। এদিকে শ্রীমঙ্গল থানার পক্ষ থেকেও  কম্বল বিতরন করা হয়েছে। 

এদিকে শ্রীমঙ্গলের সর্ববৃহৎ সরকারি সংরক্ষিত মৎস্য অভয়াশ্রম বাইক্কাবিলে সুদুর সাইবেরিয়া , হিমালয় ও তুন্দ্রা অঞ্চলসহ বিশ্বের অতি শীত প্রধান দেশ থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি এসেছে। এদের কিচির-মিচিরে মুখর হয়ে উঠেছে বাইক্কা বিল। এছাড়াও শ্রীমঙ্গলের বিল, ঝিল, চা-বাগান লেকগুলোতেও অতিথি পাখির আগমন ঘটেছে।

মেসেঞ্জার/কাজল/শাহেদ