ঢাকা,  বৃহস্পতিবার
০৫ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

‘সংরক্ষিত আসনের এমপি হলে দলিত নারীদের উন্নয়নে কাজ করব’

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

‘সংরক্ষিত আসনের এমপি হলে দলিত নারীদের উন্নয়নে কাজ করব’

ছবি : মেসেঞ্জার

দীর্ঘদিন ধরে দেশের দলিত তথা তপশিলি সমাজের অধিকার নিয়ে কাজ করছেন বনানী বিশ্বাস। এ সমাজকর্মীর মূল কাজ দেশে বসবাসরত জনসংখ্যার ৮ শতাংশ পিছিয়ে পড়া জনগোষ্ঠী দলিত সম্প্রদায়কে নিয়ে। তিনি তাদের অধিকার ও অবস্থান ফিরিয়ে দেয়ার জন্য নানাভাবে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সবচেয়ে অবহেলিত এ অংশের অধিকার আদায়ের লড়াই সংগ্রামে বনানী বিশ্বাস রাজপথে মিছিল-সভা-সমাবেশ করে চলেছেন। জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের সদস্য (এমপি) হতে চান তিনি। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন সমাজের। সেই স্বপ্নের সারথী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাতকে শক্ত করতে আমরা কাজ করে চলেছি নিরন্তর। সংসদ সদস্য হতে পারলে কাজের পরিধি আরও অনেক গুণ বেড়ে যাবে। তাছাড়া ২০৩০ সালে এসডিজি লক্ষমাত্রা পূরণ হবে। এসডিজির মূল স্লোগান কাউকে পিছিয়ে রাখা যাবে না। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সংসদে যেতে পারলে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। এই জনগোষ্ঠীর মধ্য থেকে একজন সংসদ সদস্য হওয়া জরুরি।

তিনি জানান, নড়াইল-১ আসনে তার শ্বশুর প্রয়াত রসিকলাল বিশ্বাস আজীবন আওয়ামী লীগের সেবা করে গেছেন।

মেসেঞ্জার/ফারদিন