ঢাকা,  শুক্রবার
১৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১২:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১২:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

ছবি: সংগৃহীত

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের শালবাগানে ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় থাকা ৫ জন যাত্রীর মধ্যে ৩ জন নিহত হয়েছেন।

নিহত একজনের নাম নবীর হোসেন। অপর ২ জনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও অটোরিকশা দুটোই গভীর খাদে পড়ে যায়। 

মেসেঞ্জার/দিশা