ছবি : মেসেঞ্জার
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজারে কয়েক হাজার নারী পুরুষ দুই ঘণ্টা ব্যাপী বনবিভাগের বিরুদ্ধে মানববন্ধন করেছেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ থেকে ১ টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জানানো হয়, আমাদের কাহালগাঁও ও দুলমা মৌজার হাজার হাজার মানুষ ব্রিটিশ আমল থেকে দুটি মৌজার জমি জমিদারদের নামে সেটেলমেন্ট রেকর্ড থাকায় পূর্ব পুরুষেরা জমিদারদের খাজনা পরিশোধ করে জমির মালিক হন। ১৯৬২ সালে আর ও আর রেকর্ড ভুক্ত হয়। এলাকার লোকজন জমির খাজনাও পরিশোধ করে আসছেন।
বনবিভাগ আমাদের সকল দাবী অগ্রাহ্য করে বনবিভাগ আমাদের জমি তাদের বলে দাবী করেন। এরই মধ্যে জরিপ কাজ পরিচালনার জন্য পায়তারা করছে। আমাদের দাবী একটাই পূর্বের জরিপ বলবৎ রাখা হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান কবির হোসেন, মাওলানা আব্দুল মুন্নাফ, গোলাম হোসেন, নাসির উদ্দিন, সাইফুল ইসলাম মেম্বার, সাইদুর রহমান, নজরুল ইসলাম মিয়া প্রমুখ।
এনায়েতপুর বনবিট কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, তারা কেন মানববন্ধন করেছেন সেই বিষয়টি আমাদের জানা নেই। জেনে পরে বিস্তারিত বলা যাবে।
মেসেঞ্জার/কালাম/আপেল