ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্ষুরের আঘাতে কিশোর নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্ষুরের আঘাতে কিশোর নিহত

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মুস্তাকিম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। ঘটনা আরও দুই যুবক আহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের আনসারনগর মাদরাসা রায়হর এলাকায় ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম চরশাখচুড়া গ্রামের সূর্যত আলীর ছেলে। সে অটোরিকশা চালিয়ে বিভিন্ন অনুষ্ঠানে মাইকের অপারেটর হিসেবে কর্মরত ছিলো।

পুলিশ স্থানীয় সূত্র জানায়, মুস্তাকিম আনসারনগর মাদরাসায় ওয়াজ মাহফিলে মাইকের অপারেটরের কাজ করতে যায়। কাজের ফাঁকে সন্ধ্যার পর মাহফিলের সামনে মেলায় যায়। সেখানে মুস্তাকিমের সঙ্গে চৌকা গ্রামের মুর্শেদ আলীর ছেলে সজল মিয়ার (২০) ঝগড়া হয়। একপর্যায়ে সজল ক্ষুর দিয়ে মুস্তাকিমের কাঁধে বাম হাতে আঘাত করেন।

এসময় বাধা দিতে গেলে তারা মিয়া (১৯) বাবুল (২০) নামের দুই যুবককেও ক্ষুর দিয়ে আঘাত করেন সজল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুস্তাকিমকে মৃত ঘোষণা করেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে।

মেসেঞ্জার/কালাম/আপেল