ঢাকা,  মঙ্গলবার
১০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মাদারীপুরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৪

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ০৩:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

মাদারীপুরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৪

ছবি : ডেইলি মেসেঞ্জার

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ও বহু হতাহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শিবচরের সূর্যনগর এলাকায় সাড়ে সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগর নামক স্থানে এলে সামনে থাকা একটি ট্রাককে সজোরে আঘাত করে। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং পরবর্তীতে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: ডেইলি মেসেঞ্জার

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর বাসের সামনে দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছে অনেক যাত্রী।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল জানান, দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/রকি/শাহেদ