ছবি : মেসেঞ্জার
সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের নওয়াপাড়া এলাকায় মাহিন্দ্র ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- খুলনার পাইগাছা উপজেলার আরশাদ আলী স্ত্রী নফজিলা খাতুন (৬০) ও লক্ষিখোলা গ্রামের আবুল কাসেমের স্ত্রী আছিয়া বেগম (৪৫)।
আশাশুনি থানার ওসি (তদন্ত) মো: রফিকুল ইসলাম জানান, ৬ জন যাত্রী নিয়ে একটি ইজিবাইক সাতক্ষীরার দিকে যচ্ছিলেন। এসময় সড়কের নওয়াপাড়া এলাকায় পোছলে সামনে থেকে আশা একটি মাহিন্দ্র পিকআপ ওই ইজিবাইকে সামনে থেকে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই নিহত হয় দুই নারী। গুরুত্বর আহত হন ইজিবাইকের অপর ৪ যাত্রী।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠিয়েছেন। পাশাপাশি আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর সদর হাসাপাতালে নেয়া হয়েছে। দূর্ঘটনার সময় মাহিন্দ্রা ফেলে রেখে চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আশাশুনি থানায় একটি দায়ের হয়েছে।
মেসেঞ্জার/আসাদ/আপেল