ছবি : সংগৃহীত
শাহ আমানতে ২ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে এয়ার এরাবিয়া ফ্লাইটে আসা বিমানের দুই যাত্রীর কাছ থেকে সোয়া দুই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৬টা ৩৫ মিনিটে ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগে আলাদাভাবে তল্লাশি চালিয়ে বিমানবন্দর কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এই স্বর্ণ উদ্ধার করেন।
জব্দ করা স্বর্ণের আনুমানিক দাম ২ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি বলেন, “এয়ার এরাবিয়া ফ্লাইটে করে আসা মোহাম্মদ মোরশেদের ব্যাগ তল্লাশি করে হাই প্রেশার ওয়াশার মেশিনের ভেতরে স্বর্ণের অস্তিত্ব মেলে। এর ভেতরে কৌশলে রাখা স্বর্ণের পিণ্ড উদ্ধার করা হয়, যার ওজন ১১০০ গ্রাম। এছাড়া তার কাছ থেকে দুটি চুরি ও চারটি স্বর্ণের আংটিও উদ্ধার করা হয়।“
সব মিলিয়ে মোরশেদের কাছে থেকে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ১২০০ গ্রাম স্বর্ণ পাওয়া গেছে বলে কাস্টমসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি জানান।
একই ফ্লাইটের আরেক যাত্রী শফিকুলের ব্যাগ থেকে ব্লেন্ডিং মেশিনের মধ্যে থেকে এক কেজি ১১৪ গ্রাম ওজনের স্বর্ণের পিন্ড উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য এক কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
স্বর্ণ জব্দের এই ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
মেসেঞ্জার/মুমু