ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

The Daily Messenger

রংপুরে গণতন্ত্র মঞ্চের মানববন্ধন

‘লুটপাটের জন্য গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে’

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৪:৩৯, ২ মার্চ ২০২৪

‘লুটপাটের জন্য গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে’

ছবি : মেসেঞ্জার

মিছিল সমাবেশে হামলা নির্যাতন বন্ধ এবং বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুর মহানগরীতে মানববন্ধন করেছে গণতন্ত্র মঞ্চ। এসময় লুটপাটের জন্য গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করা হয়।

শনিবার (২ মার্চ)  সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের আয়োজনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জেএসডি সভাপতি আমিন উদ্দিন বিএসসি।

এসময় বক্তব্য রাখেন গণ সংহতি আন্দোলনের সমন্বয়ক তৌহিদুর রহমান, প্রত্যয়ী মিজান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অধ্যাপক চিনু কবির, রায়হান কবির, জেএসডির এবিএম মশিউর রহমান প্রমুখ।এসময়  বক্তারা বলেন, লুটপাট করতেই বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে। মিছিল সমাবেশে হামলা নির্যাতন করে ক্ষমতায় থাকতে দেয়া হবে না। ৭০ ভাগ মানুষ যে ভোটে অংশগ্রহন করে নাই, সেই ভোটের সরকার অবৈধ। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মেসেঞ্জার/ মাজহারুল/শাহেদ

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700