ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

যশোরে কাভার্ডভ্যান থেকে ফেন্সিডিলসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ২ মার্চ ২০২৪

যশোরে কাভার্ডভ্যান থেকে ফেন্সিডিলসহ আটক ২

ছবি : মেসেঞ্জার

যশোরে ২’শ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। এসময় তাদের কাছে থেকে একটি কাভার্ডভ্যান (ট্রাক) উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের হোসেন আলীর ছেলে সাইদুল হোসেন ঝন্টু (৩০) একই থানার দিঘিরপাড় উত্তরপাড়া গ্রামের মৃত্যু মোসলেম আলীর ছেলে মনিরুল ইসলাম মোড়ল (২৫)

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্য পাই যে ফেন্সিডিলের একটি বড় চালান আসছে বেনাপোল থেকে। এমন সংবাদের প্রেক্ষিতে শুক্রবার (১ মার্চ) রাতে ডিবির এসআই মুরাদ হোসেনের নেতৃত্ব একটি দল ঝিকরগাছার লাউজানিতে অবস্থান নেন।  

এসময় একটি কাভার্ডভ্যান দেখে তাদের সন্দেহ হয়। পরে কাভার্ডভ্যান সহ দুইজনকে আটক করা হয়। আটকের পর তারা ফেন্সিডিলের কথা স্বীকার করেন।

পরে ২০০ বোতল ফেন্সিডিল, আমদানীকৃত ৭৫ বেল তুলা একটি কাভার্ডভ্যান উদ্ধারসহ তাদেরকে আটক করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক ৬৬ লাখ টাকা।

আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মেসেঞ্জার/জামাল/আপেল