ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯, ৭ এপ্রিল ২০২৪

যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে বৃদ্ধার মৃত্যু

ছবি: সংগৃহীত

যাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে এক বৃদ্ধা মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, যাকাত নেওয়ার একপর্যায়ে হুড়োহুড়ি শুরু হয়। তখন ওই নারী মাটিতে পড়ে যান। পরে পদদলিত হয়ে মারা যান।

রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে রাজবাড়ী শহরতলির ভবানীপুর গ্রামের রেলের মাঠ এলাকায় হাজীবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম বানু বিবি। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মরহুম আবদুল গফুর সরদার।

স্থানীয় লোকজন প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রতিবছর হাজী দেলোয়ার হোসেনের বাড়িতে যাকাত দেওয়া হয় আজ সকালে যাকাতের শাড়ি, লুঙ্গি টাকা দেওয়ার কথা ছিল যাকাত দেওয়ার জন্য প্যান্ডেল তৈরি করা হয় যাকাত নিতে ভোর থেকেই হাজী দেলোয়ার হোসেনের বাড়িতে মানুষ উপস্থিত হন সকাল সাতটার দিকে কাপড় দেওয়া শুরু করা হয় প্রথমে সবাই লাইনে দাঁড়িয়ে যাকাত নিচ্ছিলেন একপর্যায়ে হুড়োহুড়ি শুরু হয় হুড়োহুড়ির মধ্যে কাপড় নিতে আসার সময় ওই নারী মাটিতে পড়ে যান পদদলিত হয়ে তিনি গুরুতর আহত হন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উম্মে জোহরা বলেন, সকাল সাড়ে সাতটার দিকে ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল তবে হাসপাতালের আনার আগেই তিনি মারা যান

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, রাতে আমাদের কাছে পুলিশ চাওয়া হয়ে ছিল যাকাত বিতরণের ক্ষেত্রে তো পুলিশের ভূমিকা থাকে না পুলিশের মোবাইল টিম সেখানে ছিল তবে পুলিশ যাওয়ার আগেই দুর্ঘটনা ঘটে

মেসেঞ্জার/এএইচ

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700