ঢাকা,  বুধবার
০১ মে ২০২৪

The Daily Messenger

চুয়াডাঙ্গায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫২, ১৮ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

"প্রাণীসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ- এ শ্লোগান কে  ধারণ করে চুয়াডাঙ্গায় প্রাণীস¤পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণীসম্পদের সম্প্রসারণ ও সমৃদ্ধশালী করতে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কাইছার ইকবাল, প্রাণীসম্পদের ভারপ্রাপ্ত জেলা কর্মকতা মোস্তাফিজুর রহমান।

আরো উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক ডা.এ এস এম শহীদসহ বিভিন্ন এলাকা থেকে আসা খামারীরা। ৪২টি স্টলে বিভিন্ন জাতের গরু,ছাগল, ভেড়াসহ পাখি প্রদর্শন করেন খামারীরা।

মেসেঞ্জার/লিটন/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700