ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

The Daily Messenger

মাথাভাঙ্গা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৮, ২৪ এপ্রিল ২০২৪

মাথাভাঙ্গা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী জয়নগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু মারিয়া (৬) জয়নগর গ্রামের কেসমত আলীর মেয়ে। গ্রামবাসী জানায়, বুধবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বাড়ি পাশের মাথাভাঙ্গা নদীতে মায়ের সাথে গোসমল করতে যায় মারিয়া।

এ সময় তার মা নদীতে নেমে ডুব দিওেয় মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে শিশু মারিয়া স্্েরাতের টানে দুরে গিয়ে হাবুডুবু খেতে থাকে। 

পরে শিশুটির মা টের পেয়ে খুঁজতে থাকে। একটু দুরে নদী থেকে মেয়েকে উদ্ধার করে কুলে এনে পেটে চাপ দিয়ে ঝাঁকি মেরে পেট থেকে পানি বের করতে থাকে। তারপর দ্রুত দর্শনায় ডাক্তারের কাছে নিলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করে।

সন্ধ্যার পর জয়সগর গ্রামের কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিল্পব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মেসেঞ্জার/লিটন/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700