ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

বাড্ডায় ৬৫টি হাতবোমাসহ আটক ৩

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৮:৫০, ২৩ মে ২০২৪

আপডেট: ০৮:৫১, ২৩ মে ২০২৪

বাড্ডায় ৬৫টি হাতবোমাসহ আটক ৩

ছবি : সংগৃহীত

রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় ৬৫টি তৈরি হাতবোমা উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

বুধবার (২২ মে) রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর।

এর আগে, রাত ৯টার দিকে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে সেটি ঘিরে রাখে র‌্যাব।

র‍্যাব-৩ এর নতুন অধিনায়ক মো. ফিরোজ কবীর বলেন, ৮ থেকে ১০ দিন আগেই খবর পেয়েছি ওই বাড়িতে বোমা তৈরি হয়। জঙ্গিদের কাট আউট সিস্টেমে (ইমেডিয়েট বস সম্পর্কে জানা যায়, এর ওপরে কে আছে জানতে পারে না) বোমা তৈরি করে। তবে ২-৩ দিন আগেই অভিযান চালিয়ে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আটককৃতরা হলেন ফাহিম, লিমন ও আকুল। তারা সবাই জুতার কারখানায় কাজ করেন। বোমা তৈরির জন্য সজীব নামে একজনের মাধ্যমে ২৬ হাজার টাকার বিনিময়ে তাদের কন্ট্রাক করা হয়। অনাবিল বাসে করে আজ রাতেই বোমাগুলো গাজীপুর পাঠানো হতো। সজীবের কাছে শুধু তথ্য ছিল এই বোমাগুলো মাছুম নামে একজন সংগ্রহ করবে। মাছুমই ক্রেতা ঠিক করে দেয়। এর আগেও ডেমরা, সাভার ও বাড্ডায় বোমা তৈরির চেষ্টা করেছিলেন সজীব। এসব বোমা তারা সারা দেশে সরবরাহ করে।

মেসেঞ্জার/আজিজ