ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বরগুনায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্মের সংলাপ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৬, ১৫ জুন ২০২৪

বরগুনায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্মের সংলাপ

ছবি: মেসেঞ্জার

সরকারি নীতি বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা বিকাশে যুবদের ক্ষমতায়ন এবং সহিংসতার বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরামের সংলাপ শনিবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সারোয়ার টুকু সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ।

জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে সরকারি নীতি বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা বিকাশে যুবদের ক্ষমতায়ন এবং সহিংসতার বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক কি নোট পেপার উপস্থাপন করেন বরগুনা সদর যুব ফোরামের সদস্য মোঃ ইমরান হোসেন ও জেবিন মীম। 

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে সভায় বর্ণনা করেন প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী। 

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান, বরগুনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন মোল্লা, তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার সাথী, বামনা উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নাজু, বরগুনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লাভলী আক্তার নিপা, বরগুনা পৌরসভার কাউন্সিলর হোসনেয়ারা চম্পা, কেওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান নসা প্রমূখ।

সংলাপ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মনির হোসেন কামাল।

মেসেঞ্জার/হিমাদ্রি/শাহেদ