ছবি: সংগৃহীত
বরিশালগামী পিকআপ ভ্যানের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তুমুল বৃষ্টির কারণে গাড়ির চালক ঠিকভাবে চালাতে না পারায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: মাদারীপুর উপজেলার কালকিনি উপজেলার মো. মহিম (২০) ও বাকেরগঞ্জ উপজেলার আলেক হাওলাদার (৪২)। এ ঘটনায় নিহত আলেক হাওলাদারের স্ত্রী গুরুতর আহত হয়েছে।
বিপরীত দিক থেকে একটি ছোট পিকআপ আসছিল। এত বৃষ্টি হচ্ছিল যে সামনের মানুষটিও দেখা যাচ্ছিল না। ঠিক তখনই গাড়ি দুটি বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সকলে ছুটে গিয়ে ও ফায়ার সার্ভিসকে খবর দিয়ে উদ্ধার কাজ শুরু করে।
মেসেঞ্জার/ফামিমা