ছবি : সংগৃহীত
দীর্ঘ ১৬ বছরের দমন-পীড়ন ও নির্যাতনের পর ছাত্র-জনতার অবিস্মরণীয় আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ আজ নতুন বিজয়ের স্বাদ আস্বাদন করছে। এই জন্য আমরা আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ জানান ইত্তেফাকুল উলাম বৃহত্তর ময়মনসিংহ নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রচার সম্পাদক মুফতি আমির ইবনে আহমদ জানান, এই আনন্দঘন মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিজয়ের এই আন্দোলনে শাহাদাত বরণকারী সকল ছাত্র-জনতাকে। যারা আহত হয়েছেন, অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছেন, দীর্ঘদিন পালিয়ে বেড়িয়েছেন ও নিরাপত্তাহীনতায় নির্ঘুম রাত কাটিয়েছেন, সবার ত্যাগ ও কুরবানীকে আল্লাহ তালায়া কবুল করুন।
ইত্তেফাকুল উলামার মজলিসে শূরার সভাপতি আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী ও কেন্দ্রীয় আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী বলেন, শত শত প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ ও ফলপ্রসূ করতে এবং দেশ পুনর্গঠনে সবাইকে একযোগে আত্মনিয়োগ করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, এই বিজয় সবার। শুধু সংখ্যাগুরু নয় বরং সংখ্যালঘুরাও এই বিজয়ের সুফল ভোগ করবে। তাদের জান মালের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকারসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
বিজয়ের এই সময়ে সবাইকে ধৈর্য, সংযম ও সহনশীলতার পরিচয় দিতে হবে। দেশের মানুষের জান মাল রক্ষায় আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
কোনো কুচক্রী ও স্বার্থান্বেষী মহল ছাত্র-জনতা ও উলামা তালাবার এই মহান অর্জনকে যেন কলুষিত ও ম্লান করতে না পারে এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে।
মেসেঞ্জার/নজরুল/আপেল