ঢাকা,  মঙ্গলবার
০৮ জুলাই ২০২৫

The Daily Messenger

জামালপুর জেলা কারাগারে চলছে গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:১৭, ৮ আগস্ট ২০২৪

আপডেট: ১৮:৫১, ৮ আগস্ট ২০২৪

জামালপুর জেলা কারাগারে চলছে গোলাগুলি

ছবি : মেসেঞ্জার

জামালপুরে জেলা কারাগারের ফটক ভেঙে কয়েদিরা পালানোর চেষ্টা কারায় ব্যাপক গোলাগুলি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের পার্শবর্তী জেলা কারাগারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বন্দিরা কারাগারের ভেতরের ফটক ভেঙে বের হওয়ার চেষ্টা করে। সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা গোলাগুলি শুরু করেন। মুহুর্মুহু গুলির শব্দে পাশ্ববর্তী জেলা প্রশাসকের কার্যালয় সহ শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা থেমে থেমে ব্যাপক গোলাগুলি হয়।

গোলাগুলির এক পর্যায়ে কারাগারের অভ্যন্তরে অগ্নিসংযোগ করে কয়েদিরা। আগুনের ধোয়ায় পুরো কারাগার এলাকা ছেয়ে যায়। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা কারাগারের চারপাশ ঘিরে ফেলে।

সময় কারাগারের ভেতর থেকে কয়েদীরাআমাদের বাঁচানবলে তাদের আর্তনাদের শব্দ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানো শুরু করে। সেনাবাহিনীর সদস্যরা সময় মাইকিং করে কয়েদিদের শান্ত থাকা পালিয়ে না যাওয়ার জন্য আহবান জানায়।

জামালপুর জেলা কারাগারে আট শতাধিক কয়েদি বন্দি অবস্থায় রয়েছে। ঘটনায় তিন কারারক্ষী আহত হয়েছেন, আহতরা হলো- রুকনুজ্জামান (৫০), সাদেক আলী (৪৫) জাহিদুল ইসলাম (৪১)

আহত কারারক্ষীদের জামালপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তবে আরও কোন কারারক্ষী বা কয়েদিদের হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়াও কোন বন্দি পালিয়েছে কিনা তা জানা যায়নি।

ব্যাপারে জেলার আবু ফাত্তাহকে ফোন করা হলে অন্য কেউ একজন ফোন ধরে বলেন, আপনি যাকে ফোন করেছেন তাকে এই মুহুর্তে দেয়া যাবে না। এই কথা বলে ওই ব্যাক্তি ফোন রেখে দেন।

ব্যাপারে জেল সুপার মাজহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কারাগারের ভেতর গোলগুলির শব্দ পাওয়া যাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

মেসেঞ্জার/দুলাল/আপেল