ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী নৌবাহিনীর হেফাজতে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪২, ১১ আগস্ট ২০২৪

হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী নৌবাহিনীর হেফাজতে

ছবি: মেসেঞ্জার

হাতিয়ার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা ফেরাতে সাবেক এমপি মোহাম্মদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (১০ আগস্ট) রাত ৩ টার দিকে উপজেলা সদর ওছখালীর নিজ বাসভবন থেকে তাদের সরিয়ে নেওয়া হয়।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিভিন্ন সমাবেশ টেলিভিশন অনুষ্ঠানে মোহাম্মদ আলীর নানা অনিয়মের কথা তুলে ধরেন। এছাড়াও তার কাছে হাতিয়ার প্রায় সাত লাখ মানুষ জিম্মি হয়ে আছে বলেও উল্লেখ করেন। এরপর থেকে হাতিয়ার মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী ও সারা দেশে বিষয়টি নতুন করে নাড়াচাড়া দিয়ে উঠে। এছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ আলীর গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে দফায় দফায় মিছিল করেন।

নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতিয়া উপজেলার মানুষের জানমালের নিরাপত্তার জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই শান্তি শৃঙ্খলা ফেরাতে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। এবিষয়ে ঊর্ধ্বতন কর্তপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেসেঞ্জার/রাসেল/ফামিমা

×
Nagad