ঢাকা,  শনিবার
১৪ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ছাত্র আন্দোলনে কুমিল্লার ৩ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

কুমিল্লা ব্যুরো 

প্রকাশিত: ১৬:১১, ১১ আগস্ট ২০২৪

ছাত্র আন্দোলনে কুমিল্লার ৩ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

ছবি: মেসেঞ্জার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কুমিল্লার মুরাদনগরের তিন শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক এমপি ও মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিন পরিবারকে ৫০ হাজার টাকা করে দেড় লক্ষ টাকা অনুদান দিয়েছেন ওই বিএনপি নেতা।

উপজেলা মোচাগড়া গ্রামের আব্দুল আউয়াল মিয়া এবং আমিন নগরের পারভেজ নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী ছিলেন। গত ১৯ জুলাই সেখানে পুলিশের গুলিতে নিহত তারা।

২০ জুলাই ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন দৌলতপুর গ্রামের কাজী নাজমুল।

রোববার (১১ আগস্ট) উপজেলা বিএনপি নেতাকর্মীরা ওই তিন শহীদের পরিবারের কাছে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন , যুগ্ম আহবায়ক মো.কামাল উদ্দীন ভূইয়া, নজরুল ইসলাম, বিএনপি নেতা মহিবুল্লাহ, তুহিন, যুবদল নেতা মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম মুন্সি প্রমুখ। করে একদল আলেম-ওলামা নিয়ে তিন শহীদের কবর জিয়ারত করা হয়। এ সময় কায়কোবাদের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোকে প্রতিমাসেই আর্থিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

মেসেঞ্জার/খায়ের/শাহেদ

×
Nagad