ঢাকা,  সোমবার
১৬ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

চাটমোহরে পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল যুবদল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৮, ১৩ আগস্ট ২০২৪

চাটমোহরে পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল যুবদল

ছবি: মেসেঞ্জার

পাবনার চাটমোহরে পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল উপজেলা যুবদলের (একাংশ) নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় উপজেলা যুবদলের সদস্য সচিব গোলাম ফারুক ও পৌর যুবদলের আহবায়ক তানভির লিখন জুয়েলের নের্তৃত্বে চাটমোহর থানার ওসি সেলিম রেজাসহ থানার সকল পুলিশ সদস্যদের হাতে রজনীগন্ধার একটি করে স্টিক উপহার দেন যুবদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফ হোসেন, মথুরাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সাগর হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক চঞ্চল হোসেন, যুবদল নেতা বাকি বিল্লাহ মিল্টন, ফয়সাল হোসেন, আরিফ হোসেন, জুয়েল, আসাদুল ইসলাম প্রমুখ।

উপজেলা যুবদলের সদস্য সচিব গোলাম ফারুক এ সময় বলেন, স্বৈরাচার পতনের মধ্যে বাংলাদেশে একটি নতুন সূর্য উদয় হয়েছে। যুবদল একটি শান্তিপূর্ণ সংগঠন। সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতিতে থানা পুলিশকে সহযোগিতা করবে যুবদলের নেতাকর্মীরা।

মেসেঞ্জার/পবিত্র/তারেক

×
Nagad