ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বন্যা কবলিত এলাকায় দুস্থদের মাঝে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৪, ২৮ আগস্ট ২০২৪

বন্যা কবলিত এলাকায় দুস্থদের মাঝে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ

ছবি : মেসেঞ্জার

মৌলভীবাজারের বন্যা কবলিত কুলাউড়া উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন পানিবন্দি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।

বুধবার (২৮ আগস্ট) মৌলভীবাজারে বিগত কয়েক দিন যাবৎ বন্যা কবলিত জেলার কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানি বন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এরপর তিনি কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেন।

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী জানান, বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

এসময় তিনি প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

মেসেঞ্জার/মিল্লাদ/আপেল