ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

হবিগঞ্জে ছাত্র সমন্বয়কের উপর আরেক সমন্বয়কের হামলার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৫২, ৭ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জে ছাত্র সমন্বয়কের উপর আরেক সমন্বয়কের হামলার অভিযোগ

ছবি : মেসেঞ্জার

শহরের সিনেমা হল এলাকায় সোহাগ গাজী নামে ছাত্র সমন্বয়কের উপর হামলার ঘটনা ঘটেছে। আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সোহাগ গাজী সিনেমা হল এলাকার নায়েব আলীর ছেলে।

আহত সোহাগ গাজীর অভিযোগ- শহরের উমেদনগর এলাকার সাকিব ছাত্র আন্দোলনে তাদের সহযোগি ছিলেন। সরকার পতনের পর সাকিব স্ট্যান্ড দখ্ল, চাঁদাবাজি শুরু করেন। ফলে বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদনাম হচ্ছিলো।

তাই সাকিবকে তারা বয়কট করেন। এনিয়ে শুক্রবার রাতে সাকিব ও তার লোকজন টেটা-ফিকল নিয়ে সদর হাসপাতালের সামনে সোহাগ ও অন্য সমন্বয়কদের উপর হামলা করেন। এদের হামলা থেকে বাঁচতে সমন্বয়করা সার্কিট হাউজে আশ্রয় নেন।

পরে বাসায় ফেরার পথে রাত দেড়টায় সিনেমা হল এলাকায় তার উপর সাকিব ও তার লোকরা হামলা চালান। স্থানীয় পাহারাদাররা সোহাগ গাজীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

‌সোহাগ গাজী বলেন, আমাকে প্রাণে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। আমি আইনের আশ্রয় নেব। সেনাবাহিনীর সদস্যরা খবর পেয়ে আমাকে হাসপাতালে দেখে গেছেন। এ ঘটনায় সোহাগ গাজী বাদী হয়ে সাকিব সহ অজ্ঞাতনামাদের আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মেসেঞ্জার/পাবেল/তারেক