ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

চাটমোহরে ক্লিনিক মালিকের বাড়িতে দুঃসাহসিক চুরি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৫, ১০ সেপ্টেম্বর ২০২৪

চাটমোহরে ক্লিনিক মালিকের বাড়িতে দুঃসাহসিক চুরি

ছবি : মেসেঞ্জার

পাবনার চাটমোহরে ভেন্টিলেটর ভেঙ্গে ক্লিনিক মালিকের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিষপত্র খোয়া গেছে। সোমবার (৯ সেপ্টেম্বর ) রাত ১০টার দিকে পৌর শহরের জিরোপয়েন্ট এলাকায় এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ক্লিনিক মালিকের নাম স্বপন দাস। তিনি জিরোপয়েন্ট এলাকায় একটি চারতলা ভবনে বসবাস করেন।

জানা গেছে, স্বপন দাস তার স্ত্রীকে সাথে নিয়ে প্রতিদিন তার মালিকাধীন ক্লিনিকে ব্যবসা পরিচালনা করেন। সোমবার দুপুরের খাবার খেয়ে বিকেলে ঘর তালাবদ্ধ করে ক্লিনিকে আসেন। রাতে বাসায় ফিরে দেখেন ঘরের আলমারি, ওয়ারড্রব থেকে শুরু করে সবকিছু তছনছ করা। 

এ সময় ঘরের আলমারিতে রাখা সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৭৫ হাজার টাকাসহ দামি শাড়ি কাপড় চুরি করে নিয়ে যায় চোরের দল এমনটাই দাবি করেন স্বপন সরকার। ভেন্টিলেটর ভেঙে চোর ঘরে প্রবেশ করে বলে জানান ক্ষতিগ্রস্থ ক্লিনিক মালিক। 

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, থানায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 

মেসেঞ্জার/পবিত্র/আজিজ