ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

চাটমোহরে যুবদল নেতাকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০২, ১৪ সেপ্টেম্বর ২০২৪

চাটমোহরে যুবদল নেতাকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

ছবি : মেসেঞ্জার

পাবনার চাটমোহরে অস্ত্রের মুখে জিম্মি করে উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনকে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মথুরাপুর পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রেলবাজার এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১০টার দিকে দলীয় কয়েকজন নেতা কর্মী নিয়ে মথুরাপুর তেলপাম্পের উল্টোদিকের চা স্টলে বসে দলীয় কর্মীদের সাথে কথা বলছিল ফারুক হোসেন।

এ সময় ৮/১০টি মোটরসাইকেল নিয়ে মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খতবাড়ি গ্রামের গোলাপ হোসেনের ছেলে আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়ে যুবদল নেতা ফারুকের উপর অতর্কিত হামলা করে এবং রড ও লোহার পাইপ দিয়ে পেটাতে থাকে। এসময় তার সাথে থাকা কর্মীরা তাকে উদ্ধার করতে গেলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের জিম্মি করে ফেলে।

একপর্যায়ে ফারুক হোসেন সংঞ্জাহীন হয়ে পড়লে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন ঘটনার সময় উপস্থিত ফারুক হোসেনের কর্মীরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে (ফারুক) সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরনের ফলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেলের কর্তব্যরত ডাক্তার বলেছেন, আহত ব্যক্তির দুটি পা ভেঙ্গে গেছে। তবে কেন এই ঘটনা সেটা জানা সম্ভব হয়নি। 

ঘটনার বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। আসামীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

মেসেঞ্জার/পবিত্র/তারেক