ঢাকা,  মঙ্গলবার
১৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

রংপুর মহানগর পুলিশের ৬ থানার ওসি বদল

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ০৮:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪

রংপুর মহানগর পুলিশের ৬ থানার ওসি বদল

ছবি : সংগৃহীত

বদল করা হলো রংপুর মহানগর পুলিশের ৬ থানার অফিসার ইনচার্জ। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম সাক্ষরিত এক আদেশে ৬ থানার ওসি কে সরিয়ে নতুন ওসি দেয়া হয়েছে। আগের ওসিদের পুলিশ হেডকোয়ার্টাসে সংযুক্ত করে পরবর্তিতে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

নতুন ওসিরা হলেন, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় আতাউর রহমান, হাজিরহাট থানায় আব্দুল আল মামুন শাহ, হারাগাছ থানায় মমিনুল ইসলাম সোহেল, মাহিগঞ্জ থানায় হিল্লোল রায়, তাজহাট থানায় শাহ আলম সরদার, পশুরাম থানায় শাহজাহান আলী।এছাড়াও সিটিএসবির সিআইও-১ হিসেবে এম হারুন অর রশীদকে পদায়ন করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী বলেন, ছাত্র-ছাতার অভ্যুত্থানের পর থানাগুলোতে অতি ফিরিয়া আনতে এবং কার্যকর জবাবদিহিতামূলক পুলিশিং নিশ্চিত করতেই এই আদেশ।

মেসেঞ্জার/মান্নান/আজিজ