ঢাকা,  সোমবার
০৭ জুলাই ২০২৫

The Daily Messenger

ভাঙ্গায় তাওহীদি জনতা ও উলামা পরিষদের উদ্যোগে আলোচনা ও বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ৩ অক্টোবর ২০২৪

ভাঙ্গায় তাওহীদি জনতা ও উলামা পরিষদের উদ্যোগে আলোচনা ও বিক্ষোভ

ছবি : মেসেঞ্জার

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা উলামা পরিষদ ও তাওহীদি জনতার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে জনৈক ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং বিজেপি নেতা কর্তৃক সমর্থনের প্রতিবাদে আলোচনা সভা এবং এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ভাঙ্গা ঈদগাহ মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ভাঙ্গা বিশ্বরোড হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।

বক্তারা মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে কটুক্তিকারী ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি সাংসদ নিতেশ রানের  দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এ সময় বিক্ষোভকারীরা প্রতিবাদ সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেষ্টুন প্রদর্শন করেন এবং নানা শ্লোগান দেয়।

উলামা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, মাওলানা ইচাহাক মোল্লা, মাওলানা আবুল খায়ের মোঃ সেলিম, মাওলানা ত্বলহা, মাওলানা নুরুল ইসলাম, মাদ্রাসা সুপার মাওলানা মোঃ ইব্রাহিম, মাওলানা মাহবুবুল হক, মাওলানা সরোয়ার, মাওলানা হেলাল উদ্দীন আবরার প্রমুখ।

মেসেঞ্জার/নাজিম/তারেক